নিজস্ব সংবাদদাতা , তপন , ০৫ নভেম্বর : ঋণের সাবসিডি বা সরকারি ভর্তুকির টাকা মিটিয়ে দিতে বলায় ঋণগ্রহীতার কাছে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের লস্করহাট এলাকায়। যদিও ওই ব্যাংকের শাখা প্রবন্ধক রক্তিম পাল তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের লস্করহাট সংলগ্ন বালাপুর এলাকার যুবক সুমন বিশ্বাস ২০১৯ সালে টেলারিংয়ের দোকান খোলার জন্য ঋণ চেয়ে যুব কল্যাণ দফতরে বি এস কে পি প্রকল্পের আবেদন করেন। সংশ্লিষ্ট দফতর তার সেই আবেদন মঞ্জুর করে৷ এরপর লস্করহাট এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা কর্তৃপক্ষ সেই আবেদন খতিয়ে ঋণ দিতে রাজী হয় সুমন বাবুকে। কিন্তু তার অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষ প্রথম দফায় তাকে ৭৭ হাজার টাকা ঋণ হিসেবে দেয়। সেই মতো তার সাবসিডি বা সরকারি ভর্তুকির টাকা ব্যাংকের একাউন্টে জমাও পড়ে। কিন্তু সেই টাকা তুলতে গেলে ওই ব্যাংকের শাখা প্রবন্ধক তার কাছ থেকে ১০ হাজার টাকা কাটমানি দাবি করে বলে অভিযোগ সুমন বিশ্বাসের। অত টাকা তার পক্ষে দেওয়া কখনই সম্ভব নয় বলে তাকে জানিয়ে দেন তিনি। তবে সাধ্যমত ১০০০ টাকা তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু তারপরেও বাকি টাকা না পেলে তার সাবসিডির টাকা সুমনবাবু তুলতে পারবেন না বলে তাকে জানিয়ে দেওয়া হয়। এঘটনায় তপন ব্লকের বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন সুমনবাবু৷ যদিও ওই ব্যাংকের শাখা প্রবন্ধক রক্তিম পাল তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাকে ঋণের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে বলা হয়েছিল। সেটি জমা না করতে পারার জন্য তার সাবসিডির টাকা ব্লক করে দেওয়া হয়েছে।