পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত নাবালক

গাজোল, ৯ জুলাই : অপহরণের ৪ দিন পর অপহৃত নাবালককে উদ্ধার করল থানার পুলিশ। ওই নাবালকের নাম বৈদ্যনাথ সোরেন, বয়স ১৭। সে গাজোলের আলাল অঞ্চলের উত্তরালাল ময়না ফালাকাটা এলাকার বাসিন্দা। পেশায় ভুটভুটি চালক।

জানা যায়, গত রবিবার নজরুল ও কালাম নামে দুই ব্যক্তি আমের পেটি পৌঁছে দেওয়ার জন্যে বৈদ্যনাথের ভুটভুটি ২০০ টাকায় ভাড়া নেয়। এরপর ইটাহার চেকপোস্ট এলাকায় যাওয়ার পর ওই দুই ব্যক্তি বৈদ্যনাথকে একটি আম বাগানে নিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর তাকে মাদক দ্রব্য খাইয়ে অবচেতন করা হয় বলে অভিযোগ। অপহৃত নাবালকের পরিবার সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা পেরিয়ে গেলেও ওই যুবকের সাথে কোনো যোগাযোগ না হলে তাঁর বাড়ির লোকেরা বারংবার তাকে ফোন করলে নম্বর সুইচ অফ বলে। এরপর রাত ১০:৪৫ নাগাদ বৈদ্যনাথের বাবা নগেন সোরেনকে ফোন করে মুক্তিপণ বাবদ ২০ লক্ষ টাকা দাবী করে দুস্কৃতিরা। টাকা না দিলে ওই নাবালককে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তবে অবশেষে মুক্তিপণ ৪ লক্ষ টাকায় ধার্য হয়। এরপর ঘটনার পরিপ্রেক্ষিতে গাজোল থানায় অভিযোগ দায়ের করেন নগেন সোরেন। অভিযোগের ভিত্তিতে গাজোল থানার পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যনাথ সোরেনকে উদ্ধার করা হয়। যদিও ঘটনার জেরে এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও খবর পড়ুন : অবিলম্বে স্কুল খোলার দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে বিক্ষোভ এবিটিএ-র

Next Post

বাংলাদেশে বিধ্বংসী আগুনে ভস্মীভূত কারখানা, মৃত অন্তত ৫২

Fri Jul 9 , 2021
নিউজ ডেস্ক, ৯ জুলাই : বাংলাদেশে ফলের রস তৈরির কারখানায় আগুন লেগে অন্ততপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওই কারখানার বহুতলে আগুন লেগে যায়। সূত্রের খবর, সাজেন ফ্রুট জুস তৈরির এই কারখানাটি হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার আগুন লাগার পর শুক্রবার দুপুর পর্যন্ত […]

আপনার পছন্দের সংবাদ