অবিলম্বে স্কুল খোলার দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে বিক্ষোভ এবিটিএ-র

রায়গঞ্জ, ৯ জুলাই : স্কুল খোলার দাবিতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা কমিটি। এদিন সংগঠনের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে গিয়ে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

সংগঠনের জেলা সম্পাদক বিপুল কুমার মৈত্রের দাবি, বিগত ১৬ মাস ধরে বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পড়াশোনা নিয়ে অনীহা তৈরি হচ্ছে পড়ুয়াদের মধ্যে। এমনকি গ্রামগঞ্জের দুঃস্থ অনেক পড়ুয়া পেটের টানে ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে পঠনপাঠনের চর্চা নষ্ট হতে বসেছে। অবিলম্বে স্কুলের ছাত্রছাত্রীদের টিকাকরণ করার পাশাপাশি স্কুল স্যানিটাইজ করে খোলার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে বলে জানান বিপুলবাবু৷ তিনি এদিন আরো বলেন, ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। সেই মতো ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তার উপযুক্ত পদক্ষেপ করতে হবে পর্ষদ ও সংসদকে। পাশাপাশি যে সমস্ত দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এখনও ব্যাংক একাউন্টের জটিলতার কারণে ট্যাব কেনার টাকা পায় নি তারা যেন বঞ্চিত না হয় সেবিষয়টি রাজ্য সরকারকে দেখতে হবে বলে দাবি করেন বিপুলবাবু। এদিন বিক্ষোভ কর্মসূচিতে বিপুল মৈত্র অভিযোগ করেন জুন মাস থেকে আচমকা ছাত্রছাত্রদের মিড ডে মিলের কিছু কিছু পুষ্টিকর খাবার অর্ধেক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে তা বাতিল করতে হবে রাজ্যকে। ছাত্রছাত্রীরা যাতে পুরো পুষ্টিকর খাবার পায় রাজ্যকে তা নিশ্চিত করতে হবে।’ এদিনের সংগঠনের পক্ষ থেকে দাবি সমন্বিত স্মারকলিপি জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক নিতাই চন্দ্র দাসের হাতে তুলে দেওয়া হয়।

আরও খবর পড়ুন : ইটাহারে পঞ্চায়েত কর্মীর ওপর হামলার অভিযোগ, মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন

Next Post

পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত নাবালক

Fri Jul 9 , 2021
গাজোল, ৯ জুলাই : অপহরণের ৪ দিন পর অপহৃত নাবালককে উদ্ধার করল থানার পুলিশ। ওই নাবালকের নাম বৈদ্যনাথ সোরেন, বয়স ১৭। সে গাজোলের আলাল অঞ্চলের উত্তরালাল ময়না ফালাকাটা এলাকার বাসিন্দা। পেশায় ভুটভুটি চালক। জানা যায়, গত রবিবার নজরুল ও কালাম নামে দুই ব্যক্তি আমের পেটি পৌঁছে দেওয়ার জন্যে বৈদ্যনাথের ভুটভুটি […]

আপনার পছন্দের সংবাদ