অপরাধমূলক কাজ রুখতে প্রশাসনের উদ্যোগে বসানো হল সিসিটিভি ক্যামেরা

রতুয়া, ১০ জুলাই : অপরাধমূলক কাজ রুখতে মালদার রতুয়া দু’নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় সিসিটিভি বসাতে উদ্যোগী হল প্রশাসন। পুকুরিয়া মোড়, নওগাঁ মোড় সহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয় পুকুরিয়া থানার পুলিশ। শুক্রবার বিকেল থেকে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই এলাকায় বাড়ছে অপরাধমূলক নানান কাজের প্রবণতা। বিহার লাগোয়া হওয়ায় প্রায়শই নানা অপরাধ ঘটিয়ে এলাকা ছেড়ে প্রতিবেশী রাজ্য বিহারে আশ্রয় নেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে প্রশাসনের কাছে বারবার পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে এসেছে ব্যবসায়ী এবং বিশিষ্টজনেরা। সেই মোতাবেক পুকুরিয়া মোড়, নওগাঁ মোড় সহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয় পুকুরিয়া থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর। যাতে খুব শীঘ্রই অপরাধীদের চিহ্নিত করা যায়। সাধারণ মানুষের আবেদনে সারা দিয়ে শুক্রবার বিকেল থেকে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়। জানা গেছে, এলাকাজুড়ে মোট ৫০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

আরও খবর পড়ুন : গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে। আটক ২

Next Post

লকডাউন ও টোটোর দৌরাত্ম্যে আর্থিক সংকটে রিক্সা ও ভ্যান চালকরা

Sat Jul 10 , 2021
ইটাহার, ১০ জুলাই : একদিকে লকডাউন আর অন্যদিকে টোটোর দৌরাত্ম্য, দুইয়ের জাতাঁকলে পড়ে সমস্যায় রিক্সা চালকেরা৷ আর্থিক সংকটের জেরে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তারা। এমনই চিত্র ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায়।উল্লেখ্য, বছরের পর বছর ইটাহার ব্লকে যাতায়াত ও মাল পরিবহনের ক্ষেত্রে রিক্সা ও ভ্যানের ওপরই ভরসা […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম