আরসিটিভি সংবাদ : রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়পুর। এখানেই ১০ নম্বর রাজ্য সড়কের পাশে দীর্ঘদিন ধরেই রয়েছে বড় একটি পুকুর। অভিযোগ বেশ কিছুদিন ধরেই এই পুকুরের পাড় বেআইনীভাবে ভরাট করে নির্মান কাজ শুরু করেছিলেন এলাকার বাসিন্দা সুদীপ নাথ সরকার ও তার শরীকেরা। প্রশাসনের চোখের সামনে এই বেআইনী কাজ চললেও নির্মান কাজ বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও পড়ুন –মুক ও বধির যুবকের আত্মহুতির চেষ্টা নবান্নে !
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান আমাদের প্রতিনিধি।। বিষয়টি জানানো হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বি এল আর ও দপ্তরে। এবিষয়ে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শুভঙ্কর সাহা বলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কোন রকম অনুমতি ছাড়াই পুকুর মালিক সুদীপ নাথ সরকার এবং তার শরিকেরা পুকুর পাড় ভরাট করে নির্মান কাজ করছেন।
আরও পড়ুন –বয়স্কদের বিনামূল্যে চা-পান ও বিনোদন কেন্দ্র রায়গঞ্জে
সাংবাদিকদের কাছে এই খবর পেয়েই পুকুর মালিক এবং তার শরিকদের ভূমি ও সংস্কার দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। তারা পুকুর পাড় ভরাট করে নির্মান কাজ করার প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা মনোতোষ সাহা জানিয়েছেন, জেলা সদরের পাশে এই গ্রামীন এলাকা হলেও এখানে একাধিক বহুতল বাড়ি তৈরী হচ্ছে। এলাকার একমাত্র পুকুর।
আরও পড়ুন –বাইকের ধাক্কা মারাকে কেন্দ্র করে শুট আউট
এলাকায় আগুন লাগার মত কোন দুর্ঘটনা ঘটলে এখান থেকে জলের ব্যাবস্থা করা হয়। এই পুকুর বন্ধ করে নির্মান কাজ হলে এলাকার মানুষকে চরম বিপদের মুখে পড়তে হবে। অন্যদিকে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রশান্ত দাসের দাবি তিনি বিষয়টি জানতেন না। সাংবাদিকদের কাছে জানার পরই তিনি বিষয়টি প্রশাসনিক কর্তাদের জানান। এস ডি ও, বিডিও নজরে আনবেন।সরকারি নিয়মে পুকুর ভরাট বেআইনি। তাই এই নির্মান বন্ধ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বাস দিয়েছেন।