আরসিটিভি সংবাদ : সরকারি চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের কাছে বাধাপ্রাপ্ত হয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
আরও পড়ুন – নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও তৃনমূলের
গত ১৫ই ফেব্রুয়ারি যে মুক ও বধির যুবক এই কান্ড ঘটিয়েছে তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীতে। জানা গিয়েছে, ওই যুবকের নাম রাজীব মজুমদার। তার বাড়ি পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অরুণ চন্দ বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ২০১০ সালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজীবকে ১০০০০ টাকার কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিলেন। ভবিষ্যতে সরকারি চাকরির প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন বুদ্ধবাবু বলে দাবি পরিবারের লোকেদের। অভাবের সংসারে কিছু রোজগারের আশায় রাজীব দিল্লিতে কাজ করতো।
আরও পড়ুন – শিবরাত্রির পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত নাবালিকা
কিন্তু শারীরিক সমস্যার কারণে। রায়গঞ্জে ফিরে আসে সে। সরকারি চাকরির আশায় বারংবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। এমনকি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও গিয়েছিল সে। কিন্তু তার সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর। গত ১৫ ফেব্রুয়ারি সে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। সে সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। সে সময় হতাশাগ্রস্ত হয়েই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে রাজিব। রাজীবের বোন রিংকি মজুমদার বলেন,দাদা নানা ধরনের কাজ করলেও মানসিক শান্তি পায়নি। সরকারি কাজের আশায় সে এই কান্ড ঘটিয়েছে। ভগবানের আশীর্বাদে অঘটন কিছু ঘটেনি। না হলে দাদাকে আমরা ফিরে পেতাম না।