
চাঁচল, ২২ জুন : নর্দমা সাফাইয়ের সময় ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল চাঁচলের বারোগাছিয়া এলাকায়।উল্লেখ্য গত রবিবার সকালে বারগাছিয়া এলাকায় নর্দমা পরিষ্কারের সময় জেসিবি দিয়ে বেশ কিছু বাড়ির সামনের অংশ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় চাঁচল গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য মজিমুল হক রব্বানির পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা ইনতাজ হোসেন মদত দেয় বলে অভিযোগ।ফলে বাড়ির পাশাপাশি রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। যদিও পরে ব্লক তৃণমূল সভাপতির বাধায় কাজ বন্ধ হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে এদিন এই এলাকা পরিদর্শন করেন মহকুমাশাসক সঞ্জয় পাল।তিনি কাজের তদারকি করার পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে এবিষয়ে কথাও বলেন। রাস্তার পাশে পড়ে থাকা জঞ্জালের স্তূপ দ্রুত সরিয়ে দেওয়ার বিষয়ে নির্দেশ দেন মহকুমাশাসক।এরপরেই জেসিবি ও ট্রাক্টর দিয়ে সাফাইয়ের কাজ শুরু হয়। এই ঘটনায় পঞ্চায়েতের বামসদস্যকে সতর্কও করেন তিনি। আগামীতে এই ধরনের কাজ যাতে না হয় সেজন্য পঞ্চায়েতকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, আমার নির্দেশ রয়েছে বলে রবিবার যা হয়েছে তা অন্যায়। এভাবে বাড়িতে, পাড়ায় ঢোকার রাস্তা ভাঙচুর করা ঠিক হয়নি। আপাতত নর্দমা সাফাই করে জল বের করাটাই মূল লক্ষ। সমস্ত কিছুই খতিয়ে দেখে আগামীতে পদক্ষেপ করা হবে। এমন যাতে না হয় তা দেখতে পঞ্চায়েত কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মহকুমাশাসক।
আরও খবর পড়ুন : পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ দলের কর্মী সমর্থকদের
