
হরিশ্চন্দ্রপুর, ২২ জুন : তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগে সরব হল দলেরই কর্মী সমর্থকেরা।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রারিয়াল গ্রামে।অভিযোগ পঞ্চায়েত সদস্য প্রকাশ দাস প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম তোলার জন্য সকল উপভোক্তার কাছে কাটমানি বাবদ প্রায় ১৫ থেকে ২০হাজার টাকা নিয়েছে।
পাশাপাশি জবকার্ডে নাম অন্তর্ভূক্তির জন্যও সে টাকা চায় বলে অভিযোগ এনেছেন উপভোক্তারা। এমনকী অর্থনৈতিকভাবে দূর্বল হওয়া সত্ত্বেও অনেক প্রকৃত প্রাপক বঞ্চিত হয়েছে।সেক্ষেত্রে একই পরিবারের বহুজনের নামে ঘর এসেছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। এই ঘটনার প্রতিবাদ করলে তাদের ওই পঞ্চায়েত সদস্য হুমকী দিত বলে অভিযোগ। অমিত কুমার সাহা নামে এক অভিযোগকারি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য কাটমানি নিয়েছে। জব কার্ডের জন্য আবার টাকা চাইছে।যাদের প্রকৃত দরকার তারা কোন সুবিধা পাচ্ছে না।আবার যারা কাটমানি দিয়েছে তাদের একই পরিবারের সব সদস্যের নামেই ঘর চলে এসেছে।এই ঘটনায় ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দাবীতে মঙ্গলবার হরিশচন্দ্রপুর ব্লকঅফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুরের বিডিও অণির্বান বসুর কাছে অভিযোগও দায়ের করেছেন তারা।হরিশ্চন্দ্রপুর ১ ব্লক বিডিও অনির্বাণ বসু জানান, কাটমানি চাওয়ার অভিযোগ এসেছে। গোটা ঘটনা খতিয়ে দেখে ওই সদস্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য প্রকাশ দাস। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্যই কয়েকজন চক্রান্ত করে এই অভিযোগ এনেছেন। তিনি কোন দূর্নীতি মেনে নেননি বলেই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে দাবী করেছেন তিনি।
আরও খবর পড়ুন : কালিয়াচক হত্যাকান্ডের পুননির্মাণ পুলিশের, আনা হল অভিযুক্তদের
