fbpx

২০২২ এর নির্বাচনকে সামনে রেখে বৈঠক করতে চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি সিধুর

নিউজ ডেস্ক, ১৭ অক্টোবর : পাঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছেন নভজোত সিং সিধু। এবার তিনি মন দিতে চান আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে। তাই এবার রাজ্যের উন্নয়ন কল্পে সোনিয়া গান্ধীকে ১৩টি পয়েন্ট সহ চিঠি লিখলেন তিনি। কংগ্রেস নেত্রীকে পাঠানো সেই চিঠি সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন সিধু৷

পাঞ্জাবে মাদক সমস্যা, বালি উত্তোলন, কাজের সুযোগ, পিছিয়ে পড়া গোষ্ঠী ও জনজাতির উন্নয়ন সহ একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে সেখানে। এই এই ১৩টি বিষয়ের উপর ভিত্তি করেই আসন্ন নির্বাচনের জন্য ছক সাজাতে চান পাঞ্জাব কংগ্রেস প্রধান, তা উল্লেখ করেছেন তিনি।উল্লেখ্য, শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে সনিয়া গান্ধী বলেছিলেন প্রয়োজনে দলের নেতারা আলোচনা ও সমালোচনার জন্য তাঁর সঙ্গে দেখা করতে পারেন। মিডিয়ারা মাধ্যমে তাঁকে কোনও কথা জানানোর প্রয়োজন নেই। সোনিয়া গান্ধীর সেই বক্তব্যের ঠিক পরের দিনই সিধু দলনেত্রীকে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও চিঠিতে রাজ্য কংগ্রেসের প্রধান হিসেবে নিজেকে উল্লেখ করেননি সিধু। আর চিঠি লেখার এক দিন পরেই রাহুল গান্ধী ও কেসি বেনুগোপানের সঙ্গে দেখা করার পর পাঞ্জাব কংগ্রেসের প্রধানের পদ থেকে ইস্তফা প্রত্যাহার করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published.

Next Post

বিজেপির যুবনেতা খুন, গ্রেপ্তার ১

সোম অক্টো ১৮ , ২০২১
রায়গঞ্জ, ১৮ অক্টোবর : দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সম্পাদক সভাপতি মিঠুন ঘোষের। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার রাজগ্রাম এলাকায়। মৃতের পরিবারের সদস্যদের দাবি, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাণ্ড ঘটিয়েছে। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন, দীর্ঘদিন ধরে […]
error: Content is protected !!