নিউজ ডেস্ক, ১৫ ডিসেম্বর : আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে জয়ের শুভেচ্ছা পাঠালেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন নির্বাচন নিয়ে টিপ্পনী করার আগে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করেছে রাশিয়া।
যদিও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা ৩ রা নভেম্বর ফলাফলের পরই জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে দেওয়ায় বির্তক দানা বেধেছিল।ভ্লাদিমির পুতিন তার বিবৃতিতে জানিয়েছেন , রাশিয়ার পক্ষ থেকে তারা আমেরিকার সাথে যোগাযোগের জন্য প্রস্তুত।ক্রেমলিন জানায়, মার্কিন রাষ্ট্রপতির প্রতিটি সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে বেশ কিছু পার্থক্য থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য বিশেষ দায়বদ্ধতা রয়েছে দুই দেশের। সারা বিশ্বে যে সব সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে তা একসাথে সহায়তার মাধ্যমে সমাধান করারও কথা বলেছে রাশিয়া।