নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : সুরক্ষিত ও নিরাপদ করোনা প্রতিষেধক কবে বিশ্বের বাজারে আসবে বা আদৌ কোনওদিন আসবে কি না তা নিয়ে বিতর্ক চলতেই পারে ৷ কিন্তু বর্তমানে যে সমস্ত টিকা বাজারে আসার অপেক্ষায় রয়েছে বা যে সমস্ত টিকার ট্রায়ালের পর্যায়ে রয়েছে সেগুলিই বা কতটা নিরাপদ? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নেওয়ার পর দুই স্বেচ্ছাসেবীর শরীরে দেখা দিয়েছে মারাত্বক পার্শ্বপ্রতিক্রিয়া।
গোটা শরীর অ্যালার্জি ভরে গিয়েছে এক মহিলা ও এক স্বাস্থ্য কর্মীর। তারওপর শুরু হয় গলার ভেতর তীব্র চুলকানি৷ শুধু তাই নয়, তাঁদের শরীরে নানা সমস্যা দেখা যায় টিকা নেওয়ার কিছু সময়ের মধ্যেই। এই পরিস্থিতিতে ফাইজারের টিকা নেওয়া আদৌ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মার্কিন নাগরিকদের একটা বড় অংশ। তবে পরিস্থিতি যাই হোক, করোনা টিকা ফাইজারের টিকা নিয়ে সুসংবাদ দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই ফাইজারের আগমনের কথা ঘোষণা করেছিলেন। এখন দেখার ফাইজারের টিকা কতটা সাফল্য লাভ করে৷ তবে বিশেষজ্ঞদের পরামর্শ যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের এই ফাইজারের টিকা না নেওয়ার শ্রেয়৷ তাহলে এই টিকা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।