নিউজ ডেস্ক ,৬ই ডিসেম্বর:জলপাইগুড়ি শহরের রাস্তায় টোটো নিয়ন্ত্রনে এবার টোটো চালকদের বারকোড দেওয়া আইকার্ড চালু করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। চলতি মাসের ১৫ তারিখ থেকে ওই বারকোড লাগানো আইকার্ড দেওয়ার কাজ শুরু করা হচ্ছে বলে জানান পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরসভা এলাকার টোটো তো বটেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে শহরে টোটো ঢুকে যাওয়ায় আরো যানজটের সৃষ্টি হচ্ছে। শহরে প্রায় ১৪/১৫ হাজার টোটো চলাচল করছে। সমস্যার সমাধানে পুরসভা এবং অঞ্চলের টোটো চিহ্নিত করতে সাদা নীল রঙ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। একাংশ টোটো চালক পুরসভার মাধ্যমে আলাদা ওই রঙ করিয়েছিলেন। তাতেও টোটো নিয়ন্ত্রণ হয়নি। এরপর শহর ও এবং নির্দিষ্ট চারটি গ্রামপঞ্চায়েত এলাকার টোটো চালকদের চিহ্নিত করতে আইকার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু সেই আইকার্ড নকলের ছড়াছড়ি। এদিন পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় শহরের রাস্তায় ১৪ – ১৫ হাজার টোটো চলতে দেওয়া হবে না। সর্বচ্চ সাড়ে ৫ হাজার টোটো কে চলাচলের অনুমোতি দেওয়া হবে। তার জন্য ১৫ ডিসেম্বর থেকে বারকোড দেওয়া আইকার্ড দেওয়া হবে। ওই বারকোডে স্ক্যান করলেই চালকের নাম ঠিকানা পাওয়া যাবে। যাতে ওই কার্ড নকল করা না যেতে পারে।
Next Post
দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট
Thu Dec 8 , 2022
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক,৮ই ডিসেম্বরঃ এলাকায় দীর্ঘদিনধরে চলছে পানীয় জলের সঙ্কট। বহুবার আবেদন নিবেদন করেও সুরাহা হয়নি পানীয় জলের। জলপাইগুড়ির পাহারপুর অঞ্চলের ভগৎ সিং কলোনির বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লেন। যদিও জেলাপরিষদের সহকারী সভাধিপতি জানিয়েছেন, খুব শীঘ্রই ওই এলাকায় পানীয় […]

আপনার পছন্দের সংবাদ
-
3 years ago
উদ্ধার চিতাবাঘের দেহ। চাঞ্চল্য এলাকায়
-
3 years ago
ঝটিকা সফরে রায়গঞ্জে সাংসদ দোলা সেন