হেমতাবাদ, ১০ জুলাই : পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে ব্যপক মারধোর করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা গ্রামে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় হেমতাবাদ থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
জানা গিয়েছে, হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা গ্রামের বাসিন্দা সাহেবজাদা আলির সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল তার কাকা তাজমুল হকের। সেই ঘটনার জেরে রবিবার তাজমুল হক ও তার দুই ছেলে কেরামত আলি ও মুজাফফর আলী সাহেবজাদা আলীর বাড়ীতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং সাহেবজাদা আলীর স্ত্রী তাজনিয়ার খাতুনকে নৃশংসভাবে মারধর করে বলে অভিযোগ। ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ পরিবারের লোকেরা। ঘটনার পর ছয়দিন কেটে যাওয়ার পরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে এদিন আশ্বাস দেন হেমতাবাদ থানার পুলিশ। আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নেন বাসিন্দারা।
আরও খবর পড়ুন : ছেলেকে বাঁচিয়ে সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লে মা