হরিরামপুর, ৩ আগস্ট : দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের প্রতিবন্ধী তাপস সিংয়ের মর্মস্পর্শী কাহিনী আর সিটিভি সংবাদে সম্প্রচারিত হওয়ার পর মঙ্গলবার তার বাড়িতে সাহায্য নিয়ে ছুটে গেলেন পুলিশ আধিকারিকরা। নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাকে আরও সাহায্যের প্রতিশ্রুতি দেন মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস।
গত ২৯ শে জুলাই আর সি টি ভি সংবাদে সম্প্রচারিত হয় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের অন্তর্গত বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র এলাকার প্রতিবন্ধী তাপস সিংয়ের জীবনের লড়াই সংগ্রামের করুণ কাহিনী। দীর্ঘদিন ধরে একটি হাত নেই তার। অপর একটি হাত দিয়ে মিলে শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চলে। প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও আজও মেলেনি ভাতা কিংবা সরকারি সুযোগ সুবিধা। এই ঘটনার খবর সম্প্রচারিত হওয়ার পর মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, হরিরামপুর থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাপস সিং-এর বাড়িতে যান। মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন মানবিক প্রকল্পের মাধ্যমে তাপস সিং এর জন্য ভাতা পাবার ব্যবস্থা করা হবে। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যদি আরও বেশি পরিমাণে তার দিকে সাহায্য করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস তাপস সিংয়ের হাতে কিছু খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য তুলে দেন। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সকলেই। এপ্রসঙ্গে তাপস সিং জানান কিছু সাহায্য পেলে উপকৃত হব। তবে পুলিশ আধিকারিকের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়ে যথেষ্ট আনন্দিত তাপস সিং সহ তার বাড়ির লোকজন।