ব্রিটেন থেকে বন্ধ বিমান চলাচল, তবুও দেশে ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল নতুন করোনা স্ট্রেন, জানাল স্বাস্থ্য মন্ত্রক

ব্রিটেন থেকে বন্ধ বিমান চলাচল, তবুও দেশে ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল নতুন করোনা স্ট্রেন, জানাল স্বাস্থ্য মন্ত্রক

নিউজ ডেস্ক , ২৯ ডিসেম্বর : নতুন করোনা স্ট্রেন নিয়ে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র৷ অথচ তারপরেও করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলল ব্রিটেন ফেরত ৬ যাত্রীর শরীরে। সাধারণ মানুষের যুক্তি ব্রিটেন থেকে বিমান আসা বন্ধ করা হয়েছে ঠিকই কিন্তু মানুষ ঘুরপথে ভারতে আসছে।

না হলে ব্রিটেনে উৎপত্তি হওয়া এই ভাইরাসের সংক্রমণ এদেশে এল কি করে? তাদের বক্তব্য নতুন এই ভাইরাস রুপ আগের ভাইরাসটির থেকে ৭০শতাংশ বেশি সংক্রামক বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে এই ভাইরাসের সংক্রমণ রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।তবে মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৪৩২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা ২৮ ডিসেম্বর থেকে হাজার চারেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লক্ষ ২৪ হাজার ৩০৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২৪ হাজার ৯০০ জন। মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৬৮ হাজার ৫৮১ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৮ লক্ষ ৭ হাজার ৫৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৯ লক্ষ ৮৩ হাজার জনের।

Next Post

মরসুমি ফল হিসেবে কমলা খুব জনপ্রিয়, তবে রূপচর্চার ক্ষেত্রেও এই ফল খুবই উপকারী। জেনে নিন কিভাবে ব্যবহার করবেন

Tue Dec 29 , 2020
নিউজ ডেস্ক , ২৯ ডিসেম্বর : শীতকালে ত্বকের সঠিক যত্ন খুবই প্রয়োজন। শুষ্ক ত্বক তো বটেই, তৈলাক্ত ত্বকও এ সময় হয়ে ওঠে প্রাণহীন। ত্বকের রংটা যেমনই হোক না কেন একটা কালচে আবরণ দেখা দেয় ত্বকে। মৌসুমি ফলের খোসার ব্যবহারেই এই সময় ত্বক পেতে পারে উজ্জ্বলতা। বাজারে এখন কমলার মৌসুম। আর […]

আপনার পছন্দের সংবাদ