সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সফটওয়্যারে সাইবার হানা

নিউজ ডেস্ক :  রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সফটওয়্যারে সাইবার হানা। যার জেরে বিঘ্নিত পরিষেবা। সমস্যায় কারেন্ট ও সিসি অ্যাকাউন্ট হোল্ডাররা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯শে জুলাই রাতের বেলা টিসিএস এর এক অংশীদার সিএট এ রানসামওয়ার নামক সাইবার হানা দেয়। প্রসঙ্গতঃ এই রানসামওয়ার আতঙ্কে যেন থমকে দাঁড়িয়েছে অর্ধেক পৃথিবীই। ফোন, ইন্টারনেট, ব্যাঙ্কিংয়ের সঙ্গে কার্যত থমকে স্বাস্থ্য পরিষেবাও।

আরও দেখুন – প্যারিস অলিম্পিকে ফের পদক ভারতের

 

আর এবারে এই রানসামওয়ারের শিকার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। এর ফলে আরবিআই ও এনপিসিআই এই টিসিএস-এর যত পোর্ট দিয়ে এনএফটি, আরটিজিএস, চেক ক্লিয়ারেন্স হয় সেই পোর্ট গুলিকে ব্লক করে দেয়। ফলে আরটিজিএস, এনএফটি কাউকে পাঠানো সম্ভব হচ্ছে না ব্যাঙ্কের তরফে। ২৯ তারিখ রাত থেকে এই সার্ভিস বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। গোটা দেশে সিএটের মাধ্যমে যত ব্যাঙ্কের সাথে সংযোগ রয়েছে সেন্ট্রাল কো-অপারেটিভের সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। বহুবার মেল মারফৎ বিষয়টি নাবার্ড ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। রিজার্ভ ব্যঙ্ক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। এতে গ্রাহকরা চরম সমস্যায় পড়ছেন। তবে যাদের খুব জরুরি আছে তাদের জন বিকল্প ব্যবস্থা করেছে রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক।

Next Post

একই লাইনে দুটি ট্রেন, ভাইরাল ভিডিও ঘিরে আলোড়ন।দূর্ঘটনা নয়,রেলের স্বাভাবিক নিয়মে এমন ঘটনা দাবি রেলের

Thu Aug 1 , 2024
নিউজ ডেস্ক : পরপর কয়েকটি রেল দূর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।উত্তরবঙ্গের রাঙ্গাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষের পর আবারও একই স্থানে বেলাইন হয়েছে মালবাহী ট্রেন।এরাজ্যে ঘটা এই দূর্ঘটনার পর এমনিতেই আতঙ্কিত রেল যাত্রীরা। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সফটওয়্যারে সাইবার হানা এরমাঝেই বৃহস্পতিবার ভাইরাল এক ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য।রেলের সাবার্নান ডিভিশনে থাকা হাওড়া […]

আপনার পছন্দের সংবাদ