নিউজ ডেস্ক : রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সফটওয়্যারে সাইবার হানা। যার জেরে বিঘ্নিত পরিষেবা। সমস্যায় কারেন্ট ও সিসি অ্যাকাউন্ট হোল্ডাররা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯শে জুলাই রাতের বেলা টিসিএস এর এক অংশীদার সিএট এ রানসামওয়ার নামক সাইবার হানা দেয়। প্রসঙ্গতঃ এই রানসামওয়ার আতঙ্কে যেন থমকে দাঁড়িয়েছে অর্ধেক পৃথিবীই। ফোন, ইন্টারনেট, ব্যাঙ্কিংয়ের সঙ্গে কার্যত থমকে স্বাস্থ্য পরিষেবাও।
আরও দেখুন – প্যারিস অলিম্পিকে ফের পদক ভারতের
আর এবারে এই রানসামওয়ারের শিকার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। এর ফলে আরবিআই ও এনপিসিআই এই টিসিএস-এর যত পোর্ট দিয়ে এনএফটি, আরটিজিএস, চেক ক্লিয়ারেন্স হয় সেই পোর্ট গুলিকে ব্লক করে দেয়। ফলে আরটিজিএস, এনএফটি কাউকে পাঠানো সম্ভব হচ্ছে না ব্যাঙ্কের তরফে। ২৯ তারিখ রাত থেকে এই সার্ভিস বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। গোটা দেশে সিএটের মাধ্যমে যত ব্যাঙ্কের সাথে সংযোগ রয়েছে সেন্ট্রাল কো-অপারেটিভের সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। বহুবার মেল মারফৎ বিষয়টি নাবার্ড ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। রিজার্ভ ব্যঙ্ক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। এতে গ্রাহকরা চরম সমস্যায় পড়ছেন। তবে যাদের খুব জরুরি আছে তাদের জন বিকল্প ব্যবস্থা করেছে রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক।