নিজস্ব সংবাদদাতা , চাকুলিয়া , ২৩ ডিসেম্বর : স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সানিশুইয়া গ্রামে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার গভীর রাতে এলাকার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ইন্দোর কুমার কর্মকারের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। বাড়িতে ঢুকেই ব্যাপক বোমাবাজি শুরু করে ডাকাত দলের সদস্যরা।
পরিবারের সদস্যদের মারধর করে আলমারি ভেঙে সোনা রুপো লুঠ করে চম্পট দেওয়ার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশিরা৷ ডাকাত দলের সদস্যদের ধরতে গেলে গুলিবিদ্ধ হন পারভেজ আলম নামে এক প্রতিবেশি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে বিহারের কিশানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে নগদ, সোনা, রূপো মিলিয়ে কয়েক লক্ষাধিক টাকার ডাকাতি হয়েছে বলে অভিযোগ। গৃহকর্তা ইন্দোর কুমার কর্মকার বলেন,’বাড়িতে ঢুকে ব্যাপক বোমাবাজি করে ডাকাত দলের সদস্যরা। দরজা ভেঙ্গে ঘরে ঢুকেই গুলি চালাতে থাকে তারা। সমস্ত আলমারি আসবাবপত্র ভেঙ্গে লণ্ডভণ্ড করে ক্রেতাদের জন্য বাড়িতে মজুত করা প্রচুর সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল। বুধবার সকালে ঘটনার তদন্তে আসে পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহারের ডাকাত দল জড়িত থাকতে পারে। ডাকাতদের খোঁজে এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।