নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৪ ডিসেম্বর : গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক ডাকাত দলকে গ্রেপ্তার করলো মালদার মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে মোথাবাড়ি এলাকার উত্তর লক্ষীপুর হাইস্কুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, রবিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে স্থানীয় লক্ষীপুর হাইস্কুল মাঠে জড়ো হয়েছিল ৫সদস্যের ওই ডাকাত দলটি।
সেইমত স্কুলমাঠে বসে তারা ডাকাতির পরিকল্পনাও করে। সেসময় গোপনসুত্রে খবর পেয়ে ওই স্কুলমাঠে হানা দেয় পুলিশ আধিকারিকেরা। সেসময় ডাকাতদলের পাঁচজন সদস্যের মধ্যে দুজন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্ত তাদের দলের বাকী দুজনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে পাইপগান, এক রাউন্ড কার্তুজ, শাবল, ভোজালির মত ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম গোলাম মোস্তফা ওরফে ইলিয়াস ভোলা, সুরাজ সুলতান ও রনি সেখ। এদের মধ্যে গোলাম মোস্তফার বাড়ি মিছুটোলা এলাকায়। অন্যদিকে সুরাজের বাড়ি শুকুরটোলা এলাকায়।অপরদিকে রনি সেখ ব্লকের আবরাসটোলা এলাকার বাসিন্দা। মোথাবাড়ি থানার আধিকারিক জানিয়েছেন, গোপনে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ওই তিনজনকে গ্রেফতার করতে পারে পুলিশ। তারা শহরের কোন এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল।যদিও দুজনকে ধরা সম্ভব হয়নি। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে বাকী দুজনের খোজ চালানো হচ্ছে।সোমবার ধৃতদের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।