নিউজ ডেস্ক, ১৯ ডিসেম্বর : এবার করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ। কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যা অনুভব করছলেন তিনি৷ এরপর করোনা পরীক্ষা করলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে৷ বর্তমানে তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।
এদিকে, রাষ্ট্রপতির সংক্রমণের পর ইউরোপীয় নেতৃবৃন্দের একটি দল নিজেদের আইসোলেশনে রেখেছেন। সাম্প্রতিক কালে একাধিক বার তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল, স্পেনের প্রধানমন্ত্রী পেড্র সানচেজ সহ বেশ কয়েকজন এই সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ফলে যাঁরা ফ্রান্স রাষ্ট্রপতির সংস্পর্শে এসেছেন তারা সকলেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন৷ তবে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷