চোপড়া, ৩১ জুলাই : পাঁচদিন ধরে জাতীয় সড়কের কাছেই দাড় করানো আছে ব্যবসার কাজে ব্যবহৃত লরি।অথচ শিলিগুড়ির ঘোষপুকুর টোলপ্লাজা থেকে ২৭৫ টাকা ইউপি আইএ্যাপের মাধ্যমে কেটে নেওয়া হয়েছে টোল ট্যাক্স হিসাবে।
সকাল ৯টার সময় এমন মেসেজ আসতেই তড়িঘড়ি গাড়ির কাছে ছুটে আসেন গাড়ি মালিক তহসিন রেজা। সোনাপুর এলাকার বাসিন্দা তহসিন রেজার লরিটি পাঁচদিন ধরে বাড়ির সামনে রাস্তার ধারে রাখা ছিল। এদিন সকালে ৯টা নাগাদ তার লরিটির নাম্বার উল্লেখ করে ঘোষপুকুরের পশ্চিম মাদাতি টোল প্লাজা ক্রস করার জন্য ২৭৫টাকা তার একাউন্ট থেকে কেটে নেওয়ার মেসেজ আসে। যা দেখে হতভম্ব তহসিন রেজা গাড়ির কাছে এসে দেখেন সেটি নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। ডেকে পাঠান লরিচালককে। সেও লরি কোথাও নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। অদ্ভুতুড়ে এই কান্ডে চোখ ছানাবড়া লরিমালিক তহসিন রেজার। তিনি জানিয়েছেন, এর আগেও দু-তিনবার এমন ঘটনা ঘটেছে। যদিও চালকের বেখেয়ালে এমনটা হয়েছে বলে তিনি অতটা গুরুত্ব দেননি। কিন্তু এবারের ঘটনায় হতবাক তিনি।লরিমালিক তহসিন রেজা জানিয়েছেন, সকালে মেসেজটা দেখে ঘাবড়ে যান তিনি। ভেবেছেন গাড়িটি নিশ্চয় খোয়া গিয়েছে।সঙ্গে সঙ্গে এসে দেখেন গত পাঁচদিন ধরে গাড়িটি যেখানে দাড় করানো ছিল সেখানেই আছে। খবর দেন চালককেও। সেও জানায় গাড়ি নিয়ে কোথায় যায়নি।তবে এমন অবাক কান্ড কিভাবে হতে পারে তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না তিনি। এই ঘটনায় টোলপ্লাজা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তিনি।এব্যাপারে সংশ্লিষ্ট ইউ পি আই অ্যাপের কাস্টমার সাপোর্ট সিস্টেমে অভিযোগ জানিয়েছেন।পাশাপাশি ঘোষপুকুর টোলপ্লাজাতেও অভিযোগ করেছেন তহসিন রেজা। বারংবার এমন ঘটনায় আতঙ্কিত তিনি। এই ঘটনা রুখতে টোলপ্লাজা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও দাবী জানিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : নম্বর কম, প্রতিবাদে স্বজনপোষণের অভিযোগে স্কুলে বিক্ষোভ