বছরের শেষ দিনে বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠলো এলাকা, উদ্ধার বোমভর্তি ৭ টি জার ; চাঞ্চল্য মালদার চাঁচলে

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ৩১ ডিসেম্বর : বছরের শেষ দিনে বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠলো গোটা এলাকা। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চাঁচলের জালালপুরের ভাটো এলাকায়। কিভাবে ওই এলাকায় বোমা আসলো তা নিয়ে রীতিমতো চিন্তায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর ওই এলাকার পাশাপাশি বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারী সহ বিশাল পুলিশবাহিনী। এরপর গোটা গ্রাম জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশের তল্লাশিতে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। এলাকার এক কোয়াক ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার করা হয় বোমভর্তি ৭ টি জার। পুলিশের অনুমান, ওই জারগুলিতে আনুমানিক ১৫০-২০০ টি তাজা বোমা থাকতে পারে। ওই ব্যক্তি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা। কোথা থেকে এতো পরিমাণ বোমা মজুত করা হল তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Next Post

আয় সম্পর্কিত তথ্য প্রকাশ না করায় গ্রেফতার প্রাক্তন বিদেশমন্ত্রী

Thu Dec 31 , 2020
নিউজ ডেস্ক , ৩১ ডিসেম্বর : আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব)। বুধবার দলীয় বৈঠক সেরে বেরোনোর সময়েই তাঁকে গ্রেফতার করা হয়। ন্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে সহযোগিতা করছিলেন না বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য ২০০৪ সাল থেকে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম