নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ৩০ ডিসেম্বর : বিদ্যালয়ের শিক্ষিকার বদলি রুখতে বিক্ষোভে সামিল হলেন আন্দোলনকারীরা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানা এলাকার কানাইপুর জুনিয়র হাইস্কুলে। স্কুলের টিআইসি সহ অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনরত গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীরা। এঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।
উল্লেখ্য, মালদার চাঁচল মহাকুমার প্রত্যন্ত এলাকা কানাইপুর। বিগত কয়েক দশক ধরে এলাকায় কয়েকশো ছাত্র-ছাত্রীদের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কানাইপুর জুনিয়র বেসিক হাই স্কুল। বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০। আর এই ৩০০ জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়তে এই বিদ্যালয়ে নিযুক্ত রয়েছেন মাত্র দুই জন শিক্ষক। হঠাৎ করেই স্থানীয় বাসিন্দারা জানতে পারেন দুই জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকা সায়নী ঘোষের বদলির অর্ডার হয়ে গিয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়দের দাবি ২ জন শিক্ষক দিয়ে স্কুলে কোনরকমে পঠন-পাঠন চললেও একজন শিক্ষক দিয়ে তা সম্ভব নয়। শিক্ষক বদলির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই কানাইপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় অভিভাবক অভিভাবিকারা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের শিক্ষক ও অশিক্ষকদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। স্থানীয়দের দাবি অবিলম্বে শিক্ষক বদলির নির্দেশ বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কানাইপুর জুনিয়ার হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয় পারভীন জানায়, মাত্র দুই জন শিক্ষক দিয়ে কোনরকমে আমাদের স্কুল চলে। তার মধ্যে বেশ কয়েকদিন আগে একজন শিক্ষিকা সায়নী ঘোষকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই বদলির নির্দেশের ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের স্কুলে। শিক্ষিকার বদলির প্রতিবাদেই আজকে আমাদের বিক্ষোভ আন্দোলন। আমরা চাই এই শিক্ষিকার বদলি আটকাতে। পাশাপাশি, এই এক অভিভাবক জানান মাত্র দুই জন শিক্ষক ও শিক্ষিকা রয়েছে স্কুলে। তাদের দিয়ে কোন রকমে চলে স্কুলের পঠন পাঠন এর কাজ। এলাকার অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবারের। এলাকায় নেই অন্য কোন বড় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এই স্কুলের দিকে তাকিয়ে থাকতে হয় এলাকার প্রত্যেক পড়ুয়াদের। আমরা জানতে পারি বেশ কয়েকদিন আগে স্কুলের শিক্ষিকাকে বদলি করে দেওয়া হয়েছে। আমাদের দাবি স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রাখতে এই শিক্ষিকার বদলি আটকাতে হবে। তাই এরই প্রতিবাদে আজ স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তালাবন্ধ করে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে এই নির্দেশ বাতিল না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা।
বিক্ষোভের ঘটনা জানতে পেরে স্কুলে ছুটে আসে চাচোল থানার বিশাল পুলিশবাহিনী। অবশেষে পুলিশের আশ্বাসে তালা বন্ধ অবস্থা থেকে মুক্ত হন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। যদিও এবিষয়ে কানাইপুর জুনিয়ার হাই স্কুলের টিআইসি ভিক্টর কুন্ডু জানান, এলাকার অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্র ছাত্রীরা স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি বলেন স্থানীয় বাসিন্দাদের দাবি রয়েছে এই স্কুলের শিক্ষিকা বদলি রোধ করতে হবে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।