
গাজোল, ৩০ জুন : কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল গাজোলের সুকান্তপল্লীর বিস্তীর্ণ এলাকা। রাস্তা সহ গোটা বাড়ি এমনকি শোবার ঘর অবধি জলমগ্ন, ফলে সমস্যায় এলাকাবাসীরা৷
দ্রুত সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন তারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রবল বৃষ্টির জেরে টানা ১০ দিন ধরে গোটা এলাকা সহ ঘরবাড়ি জলমগ্ন। নেই সঠিক নিকাশি ব্যবস্থা, রাস্তাও বেহাল। বারংবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুরাহা হয়নি৷ ফলে ওই জলের মধ্যে দিয়েই কষ্ট করে পাড়াপাড় করতে হচ্ছে বাসিন্দাদের। ভোটের আগে হাজার রকম প্রতিশ্রুতি মিললেও পরে তা আর বাস্তবায়িত হয় না বলে অভিযোগ করেন তারা। বাড়িঘর জলমগ্ন থাকায় প্রতিনিয়ত সাপ পোকামাকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা৷ দ্রুত সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন তারা।
আরও খবর পড়ুন : নদী থেকে পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
