মানিকচক, ৩০ জুন : আবারও নদীতে ভেসে আসা একটি পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচক থানার জ্যোৎপাট্টা এলাকায়। বুধবার দুপুর নাগাদ গঙ্গা নদীতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এরপর ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্যের নদীতে একাধিক মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। করোনা আক্রান্তের মৃতদেহের সন্দেহে আতঙ্ক ছড়ায় নদী তীরবর্তী এলাকাবাসীদের মধ্যে। এমনকি মানিকচক এলাকার গঙ্গা নদীর ঘাটে একাধিক মৃতদেহ ভেসে আসতে দেখেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এই ঘটনা রুখতে ইতিপূর্বে মালদার বিভিন্ন নদীর ঘাটগুলিতে নজরদারি চালান পুলিশ আধিকারিকেরা। এমনকি ভিন রাজ্যের কোন মৃতদেহ ভেসে এলে তা উদ্ধার করে সৎকারের নির্দেশিকাও জারি করা হয়েছে প্রশাসনের তরফে। তবে বুধবার দুপুর নাগাদ আবারও গঙ্গা নদীতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পচাগলা মৃতদেহ মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহের একাংশে পচন ধরেছে বলেও জানিয়েছেন এলাকাবাসীরা। তাদের আরো অনুমান মৃতদেহটি পার্শ্ববর্তী রাজ্য থেকে নদীতে ভেসে আসতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ওই মৃতদেহের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।