নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : আজই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। পাশাপাশি বিজেপির থেকে দু’জন উপমুখ্যমন্ত্রী পদেও শপথ নেবেন এদিন। কিন্তু সেই দু’জন কারা তা এখনও স্পষ্ট নয়৷ সোমবার বিকেলেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান৷ সেই মতো চলছে প্রশাসনিক ব্যস্ততা৷
বিহার বিধানসভা নির্বাচনে আর জে ডি-কংগ্রেসের মহাজোটকে পর্যুদস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে এন ডি এ। ভোটে এনডিএ-র মধ্যে সর্বাধিক আসন পেয়েছে বিজেপি। নীতীশের জেডি (ইউ) ৪৩ টি আসন পেলেও ৭৪ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এন ডি এ পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছে নীতীশ কুমার। ফলে রবিবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছে তিনি।সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি৷ সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দু’জন। বিজেপির এই দুই বিধায়ক কারা তা এখনও জানা যায় নি। তবে সুশীল মোদি যে আর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন না তা পরিষ্কার করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে পদ হারিয়ে দলীয় নেতৃত্বের ওপর রুষ্ট সুশীল কুমার মোদি। এন ডি এ সূত্রে খবর, বিজেপি আর জেডি (ইউ) থেকে ৭ জন করে মন্ত্রী হবেন। হাম আর ভিআইপির থেকে একজন করে মন্ত্রীসভায় জায়গা পাবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখদের।