নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : নির্বাচনে এনডিএ বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ তুলে নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল আরজেডি৷ সোমবার আরজেডি-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। তাতে বলা হয় নির্বাচনে সাধারণ মানুষের রায় এনডিএ-র বিরুদ্ধে গিয়েছে অথচ ভোট গণনায় কারচুপি করে জনগণের রায়কে সম্মান না দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তারা৷ তার প্রতিবাদেই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করা হল৷
উল্লেখ্য বিহার বিধানসভা নির্বাচনে এবারে এনডিএ শিবিরকে করা টক্কর দিয়েছে আরজেডি ও কংগ্রেস মহাজোট৷ নির্বাচনে এনডিএ ১২৫ এবং আরজেডি ও কংগ্রেস মহাজোট ১১০ টি আসনে জয়লাভ করে৷ পরাজয়ের ছবি স্পষ্ট হতেই বিজেপির বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। এমনকি ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ তোলে আরজেডি। তবে রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে আসে এন ডি এ-র পরিষদীয় জননেতা নীতীশ কুমার৷ সেইমতো সোমবার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘোষণা করা হয়। এই ঘটনায় আরজেডির দলীয় অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়৷ তাতে বলা হয়েছে সাধারণ মানুষের রায় এন ডি এ-র বিপক্ষে গিয়েছে অথচ তারা সেই রায়কে না মেনে জোচ্চুরি করে ভোটে জিতেছে। তাই এই শপথগ্রহণ অনুষ্ঠানে আর জে ডির পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করা হলো৷ শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে৷