নিউজডেস্ক : পশুখাদ্য কারখানার তরল বর্জ্য পদার্থের দুর্গন্ধের প্রতিবাদে কয়েকদিন আগেই কারখানার অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি অতিষ্ঠ বাসিন্দারা বিকল্প ব্যাবস্থার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। কারখানার মালিকপক্ষের আশ্বাসে সেদিন আন্দোলন তুলে নিয়েছিল গোয়ালপাড়ার বাসিন্দারা।
কিন্তু আশ্বাসের পর ৭ দিন কেটে যাওয়ার পরেও নোংরা পচা দুর্গন্ধ জল সরানোর কোনও ব্যাবস্থা না করায় অতিষ্ঠ বাসিন্দারা বুধবার আবারও রায়গঞ্জ শহরের গোয়ালপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল। জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি কারখানার ডিরেক্টরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল উত্তেজিত বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ শহরের গোয়ালপাড়া এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি কারখানার পচা দুর্গন্ধযুক্ত জল স্থায়ীভাবে সরানোর ব্যাবস্থা না করলে এই অবরোধ বিক্ষোভ চলবে। যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পুরসভার মাধ্যমে নোংরা পচা দুর্গন্ধযুক্ত জল সরানোর ব্যাবস্থা করা হয়েছে।