হাসপাতালের জরুরী বিভাগের সামনে পড়ে ব্যবহৃত পি পি ই কীট৷ সংক্রমনের আশঙ্কা

হাসপাতালের জরুরী বিভাগের সামনে পড়ে ব্যবহৃত পি পি ই কীট৷ সংক্রমনের আশঙ্কা

নিউজ ডেস্ক : দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরের অন্তর্গত রশিদ পুর হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের সামনে ব্যবহৃত পিপিই কীট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিক ভাবেই চিকিৎসা করাতে আসা সাধারন রোগীদের মধ্যে করোনা সংক্রমনের আতংক দেখা দিয়েছে। স্বভাবতই করোনা আতঙ্ক ছড়িয়েছে জরুরী বিভাগে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষের মধ্যে।

এলাকার সাধারণ বাসিন্দারা বলেন , জরুরী বিভাগের গেটের সামনে যেভাবে পিপিই কীট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেয়া প্রয়োজন। অন্যদিকে এ বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল বলেন, , বিষয়টি নিয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি, চুক্তি মত একটি সংস্থা দুদিন পরপর ব্যবহৃত কিট গুলি নিয়ে যায়। সেগুলি বড় বালতিতে রাখা হয়। সম্ভবত কুকুর বালতি উল্টে দেওয়ায় এই সমস্যা -দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এই সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

Next Post

করোনা আক্রান্ত পৃথিবীর বিপদ কুসংস্কার

Thu Sep 3 , 2020
কৃত্তিকা লিখেছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তুমি প্রফুল্ল সেনের নাম শুনেছো তো?? নিশ্চয়ই শুনেছো, কিন্তু উনি যে দিন মারা যান, সেদিনের কথা তোমায় বলা হয়নি…. সাংবাদিক হিসেবে ওনার মৃত্যুর দিনটা আমি দেখেছিলাম| মধ্য কলকাতার যে ফ্ল্যাটে উনি থাকতেন, সেখানে হাতে গোনা কয়েকজন লোক গিয়েছিলেন| এই বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় […]

আপনার পছন্দের সংবাদ