নিউজ ডেস্ক , ১৫ সেপ্টেম্বর : ফোর্বস এর তালিকায় ২০২০ চলতি বর্ষে সর্বোচচ উপার্জনকারী ফুটবলার হিসেবে ১ নম্বরে উঠে এলো লিও মেসির (Leo Messi) নাম। চলতি বছরের জুন মাসে প্রথম ১০০ কোটি ডলারের মালিক হন সি আর সেভেন(C. R. Seven)। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরেই রোনাল্ডকে(Ronaldo) পেছনে ফেলে সব হিসেব নিকেশকে টপকে এক নম্বরে উঠে এলো এল এম টেন (L M Ten)।
সি আর সেভেন কে টপকে যেতে সময় নিলেন মাত্র ৩ মাস। ফোর্বসের (Forbes) হিসেব অনুযায়ী ২০২০ সালে মেসির আয় ১২৬ মিলিয়ন ডলার। যার মধ্যে বিজ্ঞাপণ থেকে আয় হয়েছে ৩৪ মিলিয়ন ডলার এবং বার্সিলোনা থেকে আয় হয়েছে ৯২ মিলিয়ন ডলার। অপরদিকে সামান্য পেছনে রয়েছেন রোনাল্ড। ২০২০ সালে তার আয় ১১৭ মিলিয়ন ডলার। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ১০০ কোটি ডলার স্পর্শ করলেন এল এম টেন। এর পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছে পি এস জির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে সবচেয়ে চমকে দিয়েছেন এমবাপে। ২০১৯ আর্থিক বছরে সাত নম্বরে ছিলো এমবাপে।কিন্তু ২০২০ তে ফোর্বসের তালিকায় চার নম্বরে উঠে এসেছে তার নাম। সেরা দশে জায়গা করে নিয়েছে পল পগবা, মহম্মদ সালাহের নাম।