নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) বা আই পি এল(IPL) মহারণ। ফলে আইপিএলের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছে এবারে ময়দানে নেমে পড়লেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে গিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহও৷
করোনা মহামারীর জেরে এবছর অনিশ্চিত হয়ে পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের রোমাঞ্চকর ক্রিকেট প্রতিযোগিতা। অবশেশে বি সি সি আই(BCCI) এর হস্তক্ষেপে দেশের বাইরে আরব দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএলের যুদ্ধ। এবছর মোট আটটি দল অংশ নিচ্ছে এই আইপিএল টুর্নামেন্টে। ইতিমধ্যেই সমস্ত দল পৌঁছে গিয়েছেন আরব আমিরশাহীতে। ফলে প্রতিযোগিতার দিন যতই এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে বিসিসিআইয়ের। সোমবার আইপিএলের পুরো প্রস্তুতি কিভাবে চলছে, কতদূর এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে স্টেডিয়ামে নেমে নেমে পড়েন বি সি সি আই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেখানকার কর্মকর্তারা।
জানা গেছে এবারের সমস্ত ম্যাচ তিনটি স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। এই স্টেডিয়াম গুলি হল দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে। করোনা আবহের মধ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে বা সংক্রমণ যাতে কোনোভাবেই স্পর্শ করতে না পারে খেলোয়াড়দের তা নিশ্চিত করতে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় নিয়ম বিধি মেনে চলতে হচ্ছে সকলকেই।