নিউজ ডেস্ক, ১৩ অক্টোবর : এবারে করোনা আক্রান্ত পতুর্গীজ ফুটবলার তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার একথা জানালেন পতুর্গীজ ফুটবল ফেডারেশন। ৩৫ বছর বয়সী এই ফুটবলার তারকা সুইডেনের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে খেলায় অংশ নিতে পারবেন না সিআর সেভেন।যদিও পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে যে, তেমন কোনো শারীরিক সমস্যা নেই রোনাল্ডোর। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সে কারণে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ফলে সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না তিনি। যদিও দলের বাকী সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।