নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : রাজনীতিতে গদি আঁকড়ে ধরে রাখতে কে না ভালবাসে? কিন্তু সেসব পথে না হেঁটে মেয়র পদের জন্য এবার তরুণ প্রজন্মকে জায়গা ছেড়ে দিল কেরল সিপিআইএম নেতৃত্ব। তাই বিশ্বের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন কেরালার আরিয়া রাজেন্দ্রন। সিপিআইএমের চিল্ড্রেন্স উইংয়ের রাজ্য সভাপতি এবং এসএফআইয়ের কেরালা রাজ্য কমিটির সদস্যও রয়েছেন আরিয়া রাজেন্দ্রন।
উল্লেখ্য, কেরালার ১৫৯৬২ টি ওয়ার্ড, ৯৪১ টি গ্রাম-পঞ্চায়েত, ১৫১ টি ব্লক পঞ্চায়েতের ২০৮০ টি ওয়ার্ড, ১৪ টি জেলার ৩৩১ টি ডিভিশন, ৮৬ টি পৌরসভার ৩০৭৮ টি ওয়ার্ড, ছয়টি পৌরসভার ৪১৪ টি ওয়ার্ডে সম্প্রতি ভোটগ্রহণ হয়। মোট তিন দফায় হয় ভোটপর্ব। নির্বাচনে এলডিএফের বিপুল জয়ের পর ২১ বছরের আরিয়ার নাম তিরঅনন্তপুরম পৌরসভার মেয়র হিসেবে সুপারিশ করে সিপিআইএম নেতৃত্ব। তাঁর আগে বিশ্বের কনিষ্ঠতম মেয়র হিসেবে অ্যামেরিকার জন টাইলার হ্যামনস ওকলাহোমার নির্বাচিত হয়েছিলেন৷ এবার ২১ বছরের আরিয়া তিরুঅনন্তপুরমের মেয়র হিসেবে নির্বাচিত হলেন। মুদাভানমুকাল ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন আরিয়া। এই জয়ের পর তরুণ প্রজন্মকে আরও উৎসাহ জোগাতে তিরুঅনন্তপুরমের মেয়র পদে আরিয়াকে বসানোর সিদ্ধান্ত নেয় সিপিআইএমের জেলা নেতৃত্ব। আরিয়া রাজেন্দ্রন জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত। বাম আদর্শে অনুপ্রাণিত হয়েই সক্রিয় রাজনীতিতে নামা। তবে মেয়র হিসেবে সমস্ত রাজনীতির উর্দ্ধে উঠে তিরঅনন্তপুরমের সামগ্রীক উন্নয়নে জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে জানান আরিয়া।