চিনকে পর্যুদস্ত করে আন্তর্জাতিক মঞ্চে জয় পেল ভারত

নিউজ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয় জয়কার। রাষ্ট্রসংঘের (united nation) নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনের সদস্য পদে বিপুল ভোটে জয় লাভ করল ভারত। চিন এবং আফগানিস্তানকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে আনে ভারত। বিশ্বের মঞ্চে ভারতের এই সাফল্যে গর্বিত দেশবাসী। দেশবাসীকে এই সুখবর জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি৷

রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC) বিভাগের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের (UNCSW) সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেছে ভারত৷ সারা বিশ্বে নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ সাম্য রক্ষায় কাজ করে থাকে রাষ্ট্রসংঘের (United Nation) এই কমিশন। জানা গেছে রাষ্ট্রসংঘের মোট ৫৪টি দেশ এই নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। ভারতের লড়াই ছিল চিন এবং আফগানিস্তানের বিরুদ্ধে। ভোটের নিরিখে আফগানিস্তান ভারতকে প্রথমদিকে কিছুটা টেক্কা দিতে পারলেও হালে পানি পায় নি ড্রাগনের দেশ। ভারতের কাছে গোহারা হেরেছে চিন।

২০২৫ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের সদস্য হিসেবে সারা বিশ্বে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সাম্যের জন্য ভারত লড়বে বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি৷ তিনি ভারতের এক জয়কে চিনের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য বলে আখ্যা দিয়ে নিজের ট্যুইটারে একাউন্টে দেশবাসীকে বিস্তারিত ভাবে জানিয়েছেন। ইতিমধ্যেই করোনা মহামারী নিয়ে গোটা বিশ্বের কাছে চিনের বিশ্বাসযোগ্যতাও তলানিতে এসে ঠেকেছে। এমনকি লাদাখ পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে সেটিও ভালো চোখে দেখছে না বিশ্বের বহু দেশই। স্বাভাবিকভাবেই লজ্জাজনক হারে গোটা বিশ্বের কাছে চিন নিজেদের সম্মান আগামীদিনে কতটা বজায় রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Next Post

ইঞ্জিনিয়ার্স ডে- স্যার এম ভি থেকে বলিউড সেলেবরা

Tue Sep 15 , 2020
ডিজিটাল ডেস্ক :  ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ার স্যার মোক্ষাগুন্দম (Sir Mokshagundam Visvesvaraya) বিশ্ববেশ্বরার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ভারতে ১৫ ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়। স্যার এমভি হিসাবে খ্যাত, বিশ্ববেশ্বর ছিলেন একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার, ও মাইসুরের ১৯ তম দিওয়ান (১৯১২ থেকে ১৯১৯ সাল পর্যন্ত)। ১৯৫৫ সালে তিনি ভারতের […]

আপনার পছন্দের সংবাদ