ডিজিটাল ডেস্ক : এই প্রথম অ্যামাজন অ্যালেক্সা কন্ঠ পেতে চলেছে বলিউডের বিগ-বি-র। অ্যামাজন অ্যালেক্সা ( Amazon Alexa) টিম সোমবার তার ভারতীয় ফ্যানদের জন্য বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সাথে তাদের পার্টনারশিপের ঘোষণা করে। এবার থেকে অমিতাভ বচ্চনের ফ্যানরা অ্যালেক্সার মাধ্যমে কথা বলতে পারবেন।
এরমধ্যেই অমিতাভ বচ্চনের সঙ্গে অ্যালেক্সা টিমের কাজ শুরু হবে। অ্যামাজন আলেক্সা টিম অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর ক্যাপচার করবে ও গ্রাহকদের কাছে একটি নতুন ভয়েস অভিজ্ঞতা সরবরাহ করবে। প্রাথমিকভাবে কিছু জোকস, আবহাওয়া, শায়রি, মোটিভেশনাল স্পিচ, পরামর্শ সহ আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে বিগ বি-র ভয়েসে। আগামী বছর থেকেই আলেক্সা ডিভাইসে বিগ বিয়ের ভয়েস পাওয়া যাবে বলে সংস্থাসুত্রে জানা গেছে। অ্যালেক্সা, অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) কান্ট্রি লিডার পুণীশ কুমার বলন, বলিউডের সিনেমা দেখে বেড়ে ওঠা সকল ভারতীয়ের জন্য অমিতাভ বচ্চনের কণ্ঠ আবেগের অপর নাম।
তাই বিগ বি-র কন্ঠ অ্যালেক্সা গ্রাহকদের আরও আনন্দ দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আলেক্সা ইতিমধ্যেই স্যামুয়েল এল জ্যাকসনের মতো বেশ কয়েকজন সেলিব্রিটির কণ্ঠ পেয়েছে। তবে ভারতীয় আলেক্সা প্রথমবার কোনও বলিউড সেলিব্রিটির কন্ঠ পাচ্ছে। তাই খুশি গ্রাহকরা।