নিউজ ডেস্ক , ১৬ অক্টোবর : মুখ্যমন্ত্রী সবসময় বলেন “ধর্ম যার যার, উৎসব সবার”। তাই পুজোর আগে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক সপ্তাহের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পূজো উপলক্ষে ইতিমধ্যে রাজ্যের সমস্ত ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি পুজো মন্ডপের ইলেকট্রিক বিলও মুকুব করে দিয়েছেন তিনি। এবারে পুজো উপলক্ষে হকারদের জন্যেও নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন তিনি।
সম্প্রতি নবান্নে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, রাজ্যের প্রায় আশি হাজার হকারকে পুজোর মাসে এককালীন দুই হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। পাশাপাশি এদিন তিনি বলেন, “আমরা ছিলাম, আমরা আছি, আমরা সবসময় মানুষের পাশে থাকবো।”
উল্লেখ্য, করোনা আবহের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি হকার শ্রেনীর। ট্রেন বন্ধ থাকায় তাদের আয় একদমই বন্ধ যার কারণে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। এছাড়া পুজোর মুখে সিভিক ভলান্টিয়ার এবং আশাকর্মীদের ১০০০ টাকা সাম্মানিক বাড়ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এবার থেকে অবসরের সময় অঙ্গনওয়াড়ি কর্মীরা এককালীন ৩ লক্ষ টাকা করে পাবেন বলেও ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।