নিউজ ডেস্ক , ১৬ অক্টোবর : করোনা প্রকোপে এমনিতেই এবছরের পুজোর আনন্দে ভাটা পড়েছে আম বাঙালীর। করোনাকে দূরে সরিয়ে কিভাবে পুজোর আনন্দে সামিল হওয়া সম্ভব তা নিয়ে ভেবে আকুল বঙ্গসন্তান। তবে এর মধ্যে নতুন এক আশংকা ঘনিয়েছে রাজ্যে। পুজোর দিনগুলিতে বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।
ষষ্ঠী থেকে অষ্টমী অব্দি কোলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া দফতরের আধিকারিকেরা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মূলত বঙ্গোপসাগরে একের পর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরি হয়ে চলেছে। সেইমত ১৯শে অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।সেই জলীয় বাষ্প উপকূল থেকে ঢুকবে এরাজ্যে। সেখান থেকেই এ রাজ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিমচাপের ফলে ২১ থেকে ২৬শে অক্টোবর দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ১৬ থেকে থেকে ২০শে অক্টোবর হাল্কা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তবে ২২শে অক্টোবর থেকে তিনদিন কোলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।