নিউজ ডেস্ক , ১৫ অক্টোবর : জীবনে হবি নেই এমন মানুষ নেই বললেই চলে। কম বেশি সব মানুষেরই কিছু না কিছু শখ থাকে। কারো ছবি আঁকা শখ, কারো নাচ, কেও পুরোনো কয়েন কালেক্ট করতেও পছন্দ করে আরো কত কি। তবে, কখনও কি শুনেছেন যে কারো মশা মেরে সেটাকে জমিয়ে রাখার মতো শখ রয়েছে?
অবাক হচ্ছেন?
অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে অবাক হলেও এটাই বাস্তব। সম্প্রতি শ্রেয়া নামে এক কিশোরী তার টুইটার অ্যাকাউন্টে তাঁর এমনই অদ্ভুত হবির উল্লেখ করেছেন ছবি সমেত। এখনও অবধি সে যতগুলো মশা মেরেছে সবগুলো মশাকে একটি ডায়েরির পাতায় আঠা দিয়ে সাঁটিয়ে তার নিচে আবার নম্বর লিখে রেখেছে। আর এটি পোষ্ট করার পর নিমেষে তা ভাইরাল হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ট্রেন্ড “হাউ ইট স্টার্টেড এন্ড হাউ ইস ইট গোয়িং” চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে সে তার এই অদ্ভুত শখের কথা নেটিজেনদের জানিয়েছে। তার এই অদ্ভুত শখ দেখে স্বভাবতই অবাক নেটিজেনরা। কারণ এর আগে কারো এমন কাওকে হয়তো কেও দেখে নি যার এমন শখ আছে।