মারণ রোগকে জয় করে নতুন করে জীবন শুরু করতে চলেছেন হিনা খান? জানুন বিস্তারিত....

মারণ রোগকে জয় করে নতুন করে জীবন শুরু করতে চলেছেন হিনা খান? জানুন বিস্তারিত….

ক্যান্সারে আক্রান্ত হিনা খান

বহুদিন ধরে মারণ রোগে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান ( bollywood actress hina khan ) । স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী। চলছে কেমোথেরাপিও ( chemotherapy ) । মারণ রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান ( actress hina khan )। কিন্তু সময়টা মোটেও ভাল যাচ্ছে না তাঁর। শুধু ক্যানসার নয়, অভিনেত্রীর শরীরে থাবা বসিয়েছে আরও এক রোগ। এমত অবস্থায় রোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিব্বি কাজ করে চলছেন অভিনেত্রী। একাধিক বার নিজের অসুস্থতার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার ( social media post ) করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। এমনকি কেমো চলাকালীন যন্ত্রণার কথা তুলে ধরেছেন তিনি। তবে হার মানেন নি কখনোই। পিছিয়ে আসেন নি কোনো কিছু থেকেই। বাকিদের মতো সুস্থ ভাবেই জীবন যাপন করছেন তিনি, কখনোই বুঝতে দেননি তিনি তাঁর শরীরে যে এক মারণ রোগ বাসা বেঁধেছে। অভিনেত্রীর অসুস্থতার ছবি দেখে অনুরাগীরা অনেক আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি শুভ কামনা করেছেন। তবে এসবের মধ্যে বলি পাড়ার গুঞ্জন অবশ্য একটু অন্য কথা বলছে। খুব শীঘ্রই বৈবাহিক জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। তবে কে সেই পাত্র?

জানেন কে সেই প্রেমিক?

প্রায় ১৩ বছরের সম্পর্ক ( relation ) তাদের। কলকাতার ছেলে ওরফে হিনার প্রেমিক রকি জয়সওয়াল ( rocky jaiswal )। এবার কি প্রেমের সম্পর্ককে বৈবাহিক সম্পর্কে নিয়ে যাবেন রকি-হিনা? হিনার অসুস্থতার মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। সময়টা এখন ভীষণই কঠিন। তবে এসবের মাঝেও নিজের জীবন সঙ্গীর হাত ধরে অনেকটা এগিয়ে চলেছেন অভিনেত্রী। কখনও তাকে দেখা যাচ্ছে কোনো এক রিয়ালিটি শোতে আবার কখনও ফটো শুটের সেটে নিজেকে মেলে ধরেছেন। হিনার পাশে যিনি সব সময় রয়েছেন তিনি হলেন তাঁর প্রেমিক। রকি ও হিনার প্রেম পর্ব শুরু হয়েছিল ২০০৯ সালে, ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’র ( yeh rishta kya kehlata hai ) সেটে। রকি ছিলেন ওই ধারাবাহিকের প্রযোজক ( producer ) । এই ধারাবাহিকের সেটেই দুজন দুজনের প্রেমে পড়েন তাঁরা। তারপর থেকে পেরিয়ে গিয়েছে প্রায় ১৫ বছর। কলকাতার ধনী ব্যবসায়ীর পরিবারের ছেলে রকি। রকিকে প্রথম দেখা গিয়েছিল ২০১১ সালে বিগবসের (big-boss)ঘরে। এছাড়াও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে নানা জায়গায়।

ঠিক কি হয়েছিল রিয়ালিটি শোতে?

সম্প্রতি এক রিয়ালিটি শোতে দেখা গিয়েছে তাদের দুজনকে। ওই অনুষ্ঠানে রান্নার প্রতিযোগিতায় নিজের প্রেমিককে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী হিনা খান ( actress hina khan )। একে ওপরের হাতে হাত রেখে ভেতরে প্রবেশ করেন দুজনে। তাদের দুজনকে এমন ভাবে আপ্যায়ন করা হয়েছে যেন দেখেমনে হচ্ছে দুজনেই বিয়ের আসরে ঢুকছেন। প্রতিযোগিতার অন্যান্য সদস্যরা হিনা এবং রকিকে রীতিমত বরণ করে সেটে আপ্যায়ন করেন। এই দেখে অনুরাগীরা তাদের বিয়ের আশায় দিন গুনতে শুরু করেছেন। যদিও পুরোটাই জল্পনা হয়ে রয়েছে। কবে হবে রকি ও হিনার চার হাত এক? সেই বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Next Post

গৃহবধুর রহস্য মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বাবার বাড়ির

Thu Feb 13 , 2025
বিষ পান করে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনায় তুমুল চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। মৃতার বাবার বাড়ির অভিযোগ, ওই গৃহবধূকে তার স্বামী বিষ খাইয়ে হত্যা করেছে। মৃতার নাম সুপর্ণা সরকার মণ্ডল (৪০)। বাড়ি হেমতাবাদের স্কুল পাড়া এলাকায়। বাবার বাড়ি সূত্রের খবর, দীর্ঘদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। মারণ রোগকে […]

আপনার পছন্দের সংবাদ