হিলি, ১০ জুলাই : দোকান বন্ধ করে সস্ত্রীক বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নৃশংসভাবে খুন হলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার। প্রদীপবাবুর বাড়ি হিলি থানার তিওর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে দোকান বন্ধ করে গয়নার ব্যাগ নিয়ে বাইকে করে স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি।
সেসময় একটি পালসার বাইকে চেপে আসা তিন সশস্ত্র দুষ্কৃতী তার পিছু নিয়ে অনুসরণ করতে শুরু করে। বাড়ির কাছে এলে তারা গয়নার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। তাতে বাধা দিলে কাছ থেকে প্রদীপবাবুকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রদীপবাবু। তার স্ত্রী মুক্তি কর্মকারের আর্তনাদ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রদীপবাবুকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। মৃতের স্ত্রী মুক্তি কর্মকারের অভিযোগ, বাড়ি যাওয়ার সময়ই তিন দুষ্কৃতী বার বার অনুসরণ করছিল। ব্যাগ ছিনতাইয়ে বাধা দিলে তার স্বামীকে এক রাউন্ড গুলি করে পালায় দুষ্কৃতীদের দলটি। নৃশংসভাবে ব্যবসায়ী খুনের ঘটনায় ক্ষুব্ধ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। অবিলম্বে খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।