বালুরঘাট, ৭ জুলাই : পেট্রোল ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যা নিয়ে কোনো হেলদোল নেই কেন্দ্রের৷ কিন্তু মূল্যবৃদ্ধির জাতাকলে পড়ে যেভাবে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ প্রতিদিন পিষে যাচ্ছেন তা থেকে বেরিয়ে আসার রাস্তা কার্যত বন্ধ৷
এমনকি কোনো কোনো পাম্পে পেট্রোল ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগও উঠেছে। ফলে এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পেট্রোল পাম্পে ভাঙচুর বিক্ষোভের মতন অপ্রীতিকর ঘটনা ঘটেছে৷ ফলে বুধবার সকাল থেকে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটে সামিল হলেন পাম্প মালিকরা। কয়েকদিন ধরে পেট্রোলপাম্প গুলিতে ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলার অভিযোগে নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ১২ ঘন্টার ধর্মঘট পালন করা হয়৷ স্বাভাবিকভাবেই এদিন প্রচুর মানুষ পেট্রোল ডিজেল নিতে এসে বিপাকে পড়েন। উল্লেখ্য, গত ৩ রা জুলাই জেলার কুশমন্ডি থানার মহিপালে পেট্রোল-ডিজেলের সাথে কেরোসিন তেল মেশানোর অভিযোগ তুলে সংশ্লিষ্ট পাম্পে ভাঙচুর চালায় গ্রাহকরা৷ আর সেই ঘটনার প্রতিবাদে এদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন বুনিয়াদপুর শহরেও বিভিন্ন পেট্রোলপাম্প গুলি বন্ধ ছিল। ফলে যানবাহন চালকরা বিপাকে পড়েন।
আরও খবর পড়ুন : ২৪ ঘন্টায় দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। মৃত ৯৩০