নিউজ ডেস্ক , ডালখোলা , ২২ সেপ্টেম্বর : ফের লক্ষাধিক টাকার জাল মদ উদ্ধার হলো ডালখোলার ভুষামোনি এলাকা থেকে। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডালখোলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ভুষামোনি এলাকার বাসিন্দা জনৈক কালা মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমান বিভিন্ন বিদেশি কোম্পানির মদ, খালি বোতল, ছিপি, স্টিকার সহ একটি গাড়ি ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় ভুষামোনি এলাকার বাসিন্দা চন্দন দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় জড়িত আরো এক ব্যক্তি তল্লাশি শুরুর আগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে পুলিশসুত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য চলতি মাসে ডালখোলার ভুষামোনি এলাকা থেকে আবগারি দফতর অভিযান চালিয়ে কয়েক লক্ষ্য টাকার জাল মদ ও কাঁচা স্পিরিট বাজেয়াপ্ত করে। যদিও ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রভাবশালী এক নেতার তত্বাবধানে ডালখোলা ভুষামোনি এলাকায় নকল মদ তৈরির একটি চক্র সক্রিয় আছে বহুদিন থেকেই। এই ঘটনায় আবগারি দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী।