নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২০ ডিসেম্বর : দুটি কিডনিই বিকল, নতুনভাবে কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন কয়েক লক্ষ টাকার। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা করাতে অসমর্থ দুস্থ পরিবারটি। দিন মজুরের কাজ করে দিন গুজরান করেন ইটাহার থানার মারনাই অঞ্চলের থারাইস গ্রামের বাসিন্দা আব্দুল কাদের। প্রায় এক বছর আগে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।
সেইসময় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। নতুনভাবে কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন কয়েক লক্ষ টাকার। এই এক বছরে চিকিৎসা বাবদ পরিবারের সমস্ত সঞ্চয় নিঃশেষিত। তাই কিডনি প্রতিস্থাপন করার এই বিপুল অর্থ কোথা থেকে জোগাড় হবে তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পাশাপাশি আব্দুল কাদেরের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এব্যাপারে আব্দুল কাদের বলেন, স্ত্রী সহ দুই সন্তান ও বাবা, মা, ভাইদের নিয়ে কোনরকম দিনমজুরের কাজ করলেও গত এক বছরে অসুস্থ হয়ে থাকায় যেটুকু জমি ছিল তাও বিক্রি করে চিকিৎসার খরচ করা হলেও সমস্ত সঞ্চয় আপাতত নিঃশেষিত। নিজেকে সুস্থ করে তুলতে সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন আব্দুল কাদের। যদিও এব্যাপারে দুঃস্থ এই পরিবারটিকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সদস্য তথা কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। তিনি বলেন, সংবাদ মাধ্যম মারফত বিষয়টি জেনেছি। আমি নিজে যোগাযোগ করে সরকারিভাবে চিকিৎসা করার ব্যবস্থা করবো। পাশাপাশি ব্লক সহ জেলা স্তরের ব্যক্তিরা যেন এ পরিবারের পাশে দাঁড়ায় এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।