নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১২ অক্টোবর : পুজোর আর হাতেগোনা মাত্র কয়েকদিন বাকি। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের। এবছর করোনা সংক্রমণ রোধে লকডাউন, প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সর্বস্তরের মানুষ। লকডাউনের ফলে নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে।
পুজো প্রস্তুতির খোঁজ খবর নিতে আর সি টিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলো ইটাহার ব্লকের ভদ্রশিলা এলাকায় বিচিত্রা ক্লাবের পুজোপ্রস্তুতিতে। ইটাহারেও জোর কদমে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। ইটাহার ব্লকের দুর্গাপুজো কমিটিগুলোর শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। ইটাহার ব্লকের ভদ্রশিলা এলাকায় বিচিত্রা ক্লাবের পূজা এবারে ২৩ তম বর্ষে পদার্পণ করলো। করোনার কোপে বাজেটে কাটছাট হলেও তারা থিম পূজার দিকে বাড়তি নজর দিয়েছেন। জোরকদমে চলছে পূজা মন্ডপ তৈরির কাজ। ক্লাবের সদস্যরা সকলে মিলে তদারকি করে প্রস্তুতির কাজ দেখাশোনা করছেন। ক্লাবের সম্পাদক ধনঞ্জয় পাল জানান, ভদ্রশিলা বিচিত্রা ক্লাবের দুর্গাপূজা এবছর ২৩ তম বর্ষে পদার্পণ করলো। এবছর করোনা আবহে বাজেট কমিয়ে পূজা ছোট করে করা হচ্ছে। তবু করোনার মধ্যে পুজোকে একটু আনন্দ মুখর করে তুলতে থিম পূজার আয়োজন করেছি। শেষ মূহুর্তের প্রস্তুতির কাজ চলছে পুজো মণ্ডপে। তবে এবছর করোনা আবহে ভিড় এড়াতে রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা মেনে পূজা করার পাশাপাশি সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের পূজা মন্ডপে প্রবেশ করানো হবে।