নিউজ ডেস্ক , ০৩ ডিসেম্বর : সরকার থেকে বকেয়া গাড়ি ভাড়ার টাকা৷ এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বকেয়া টাকা প্রদানের দাবি জানানো সত্ত্বেও মেলেনি। এই ঘটনায় বন্ধ নিশ্চয় যান পরিষেবা৷
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি একই চিত্র কালিয়াগঞ্জেও৷ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বেসরকারি নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিসেবা বন্ধর জেরে বিপাকে পড়েছে প্রসূতি ও তাদের বাড়ির লোকজন। সন্তান সম্ভবা মায়েদের হাসপাতালে আনা এবং ছুটি পাওয়ার পর মা ও সদ্যজাত সন্তানকে বাড়ি নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্স পেতে হয়রানীর মধ্যে পড়তে হচ্ছে।
সরকারি হাসপাতালে নিশ্চয় যান পরিসেবা প্রদানের সঙ্গে যুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে ২০১১ সালের চুক্তি অনুযায়ী প্রতি কিলোমিটার খরচ বাবদ ৮ টাকা দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। দীর্ঘদিন ধরে এই টাকা বকেয়া। এই পরিস্থিতিতে জ্বালানি কেনার টাকার অভাবে নিশ্চয় যান প্রকল্পে যুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো শুক্রবার থেকে পরিসেবা প্রদান বন্ধ রেখেছেন।