ইসলামপুর, ২৭ জুলাই : তীব্র গরমে জলসংকট দেখা দিয়েছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে। এই বিভাগের শৌচালয়ে বেশ কয়েকদিন ধরেজল না থাকায় চরম সমস্যায় পরেছে রোগী ও তাদের পরিজনেরা। জল নেই শৌচালয়ের বাইরে ওয়ার্ডের বেসিনেও। ফলে রোগীর পরিজনদের চার তলা থেকে নিচে নেমে জল সংগ্রহ করতে হচ্ছে।
আবার জল কিনে ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে হচ্ছে অতিরিক্ত খরচও।তীব্র গরমে জল না থাকায় সংকটে পড়েছে রোগীরা।পাশাপাশি প্রসূতি বিভাগ ও শিশু বিভাগে ঠিকমত পরিষ্কার করছে না দায়িত্বপ্রাপ্ত এজেন্সীর লোকেরা। ফলে ওয়ার্ড অপরিচ্ছন্ন থাকায় বিপাকে পড়েছে রোগী ও তাদের পরিজনেরা। তার ওপরে জল না থাকায় শৌচালয় থেকে দুর্গন্ধ ছড়ানো অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ওয়ার্ডজুড়ে।হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাতে জল সরবরাহের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে রোগী ও পরিজনদের মধ্যে।দ্রুত এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন রোগী ও তাদের পরিজনেরা। অপর্ণা দাস নামে এক রোগীর পরিজন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই হাসপাতালের প্রসূতি বিভাগে জল নেই। ফলে জল কিনে ব্যবহার করতে গিয়ে দেদার পয়সা খরচ হচ্ছে। আবার হাসপাতাল ঠিকমত পরিষ্কারও করা হয়না। ফলে নোংরা দূর্গন্ধে যাতায়াত করতে গিয়ে সমস্যা হচ্ছে। তাড়াতাড়ি জলের সমস্যা দূর করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
অন্যদিকে হাসপাতালের অতিরিক্ত সুপার আব্দুল মহসিন জানিয়েছেন, ওয়ার্ডে জল সরবরাহ নিয়ে একটা সমস্যা তৈরি হলেও তা সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সাফাইয়ের ক্ষেত্রে এক নতুন সংস্থাকে সম্প্রতি দায়িত্ব পেয়েছে সেজন্য কিছুটা সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই জলের সমস্যার বিষয়ে হাসপাতালের উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে ইসলামপুর পুরসভার পৌর প্রশাসক কানাইয়া লাল আগরওয়ালা জানিয়েছেন, এই সমস্যার বিষয়ে জানতে পেরেই হাসপাতালের সুপারের সঙ্গে কথা হয়। পানীয় জলের পাইপলাইনে চোকিংয়ের জন্য সমস্যা দেখা দিয়েছে। সেটি নিয়মিত পরিষ্কার করা যায় কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি সাফাইয়ে নতুন দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থাটি ঠিকমত কেন কাজ করছে না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কানাইয়া লাল আগরওয়ালা। দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঠিকমত কাজ না করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন তিনি।
আরও খবর পড়ুন : প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে ঘিরে ধুন্ধুমার ব্লক অফিসে