নিউজ ডেস্ক , ১২ জানুয়ারী : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা একই পরিবারের ছজনের।
জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের জাকির বস্তি এলাকার বাসিন্দা মোহাম্মদ করিম তার স্ত্রী ও চার সন্তানকে নিয়ে হরিয়ানার পানিপতে থাকতেন। সেখানে এক খাদি কারখানায় কাজ করতেন মোহাম্মদ করিম।গত ২ বছর ধরে সেখানে ছিলেন তিনি।বৃহস্পতিবার সকালে গ্যাস সিলিন্ডার থেকে ঘরে আগুন লেগে মৃত্যু হয় মোহাম্মদ করিম, তার স্ত্রী আফরোজা বেগম এবং দুই মেয়ে ও দুই ছেলে সহ ছ’জনের।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।এদিন সকালে স্থানীয়দের মারফত তার পরিবারের সদস্যরা এই দূর্ঘটনার খবর পান। বিষয়টি জানতে পেরে দিল্লীতে থাকা তার আরেক ভাই ইতিমধ্যে সেখানে গিয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া ইসলামপুরের জাকিরবস্তিতে। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য পঞ্চায়েতের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য প্রতিনিধি কায়সার ইমাম।