নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : তিনি দেশের যুব সমাজের আইকন। তিনি বাঙালির তথা বাংলার প্রাণের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে৷ ফলে তাঁকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি আমাদের প্রাণের চেয়ে প্রিয় নেতাজী সুভাষ চন্দ্র বসু৷
আসন্ন জানুয়ারি মাসে তাঁর ১২৫ তম জন্মজয়ন্তী। তাই বরেণ্য এই দেশ নায়ককে শ্রদ্ধা জানাতে ইন্ডিয়া গেটের সামনে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানোর দাবি উঠল। এই দাবি তুলেছেন দেবদত্ত মাজি নামে এক সমাজকর্মী৷ তিনি ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে গণস্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। মূর্তি বসানোর দাবিতে অনলাইন পিটিশনটি একটি ওয়েবসাইটে আপলোড করেছেন তিনি। ট্যুইটারে সেই পিটিশনটি ভাইরাল হয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল জি ডি বক্সির মতো বেশ কয়েকজন প্রবীণ প্রাক্তন সেনা অফিসার এই উদ্যোগকে সমর্থন করেছেন। প্রায় ২৩০০-র বেশি সই জমা পড়েছে ওই পিটিশনে। দেবদত্ত মাজি বলেন, নেতাজী আমাদের অনুপ্রেরণা৷ তাঁকে শ্রদ্ধা জানাতে ইন্ডিয়া গেটের সামনে খোলা আকাশের নীচে ওয়ার মেমোরিয়ালের মুখোমুখি নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হোক। এব্যাপারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি।