পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে তোলা আদায় প্রতারকের

পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে তোলা আদায় প্রতারকের

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ :   পুলিশের ডি এস পি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে তোলা আদায়ের অভি্যোগে এক ব্যাক্তি কে গ্রেপ্তার করে আদালতে পেশ করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে ঐ ব্যাক্তির নাম মাগু বর্মন। তার বাড়ি কালিয়াগঞ্জের লক্ষীপুর এলাকায়। গত ২৫ শে আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার ধৃত কে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন,” দীর্ঘদিন ধরেই ধৃতের বিরুদ্ধে অভিযোগ আসছিলো। পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন লোক ও রাতের বেলা ট্রাক থামিয়ে তোলা তুলতো সে। মঙ্গলবার হাতেনাতে মাগু বর্মন কে ধরা হয়। তার কাছ থেকে পুলিশের একটি পোষাক উদ্ধার হয়েছে।

আরও পড়ুন :রোগীর পেট কেটে আট কেজির টিউমার বের করলেন চিকিৎসকেরা

Next Post

খোলা আকাশের নীচে দিন গুজরান অসহায় আদিবাসি বৃদ্ধার

Thu Aug 27 , 2020
মৃন্ময় বসাক , হেমতাবাদ :  দরিদ্র, অসহায়দের জন্য সরকার ইতিমধ্যেই নানান সহায়তা প্রকল্প চালু করেছে। রয়েছে সরকারী আবাস যোজনায় ঘরের সুবিধাও। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হেমতাবাদ ব্লকের দুধুন্ডার আদিবাসি পাড়ার বাসিন্দা বুধনি মার্ডি। পাকা ঘর না থাকায় মাটির দেওয়ালের উপর ত্রিপাল খাটিয়ে ঝুপড়ি ঘরেই বসবাস বুধনি মার্ডির। […]

আপনার পছন্দের সংবাদ