মৃন্ময় বসাক , হেমতাবাদ : দরিদ্র, অসহায়দের জন্য সরকার ইতিমধ্যেই নানান সহায়তা প্রকল্প চালু করেছে। রয়েছে সরকারী আবাস যোজনায় ঘরের সুবিধাও। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হেমতাবাদ ব্লকের দুধুন্ডার আদিবাসি পাড়ার বাসিন্দা বুধনি মার্ডি। পাকা ঘর না থাকায় মাটির দেওয়ালের উপর ত্রিপাল খাটিয়ে ঝুপড়ি ঘরেই বসবাস বুধনি মার্ডির। মেলে না সরকারী ভাতা। ফলে অশক্ত শরীরে প্রতিদিনের খাওয়ার জোটানোই কঠিন ব্যাপার তার কাছে। প্রতিবেশীদের বদান্যতায় জোটে দুবেলার খাওয়ার। বুধনি মার্ডি বলেন, প্রশাসনের কাছে বহুবার আবেদন জানিয়েও ঘর পাইনি। ভোট আসলে ঘর ও সরকারি সাহায্যের প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট মিটে গেলে জোটে না কিছুই। ফলে ঝড় জলে এই ঝুপড়ী ঘরই ভরসা।
আরও পড়ুন : পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে তোলা আদায় প্রতারকের
অন্যদিকে ওই বৃদ্ধার অবস্থায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয়রাও। প্রশাসন যাতে তার জন্য পাকা ঘরের বন্দোবস্ত করে দেয় তার জন্য আবেদন করেছেন এলাকাবাসীরা। অন্যদিকে এবিষয়ে হেমতাবাদের বিডিও পৃথ্বীস দাস জানিয়েছেন, ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার বাড়িতে গিয়ে কিছু খাদ্য সামগ্রী তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাকে বিডিও অফিসে আসবার জন্য বলা হয়েছে। এরপরে তাকে প্রয়োজনীয় সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানান পৃথ্বীশবাবু।
আরও পড়ুন : রোগীর পেট কেটে আট কেজির টিউমার বের করলেন চিকিৎসকেরা