নিউজ ডেস্ক, ৩ আগস্ট : করোনা আবহে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল। ১০ ই আগস্ট এর পর আইপিএলের দলগুলিকে দুবাই যাবার অনুমতি দিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই সময় নষ্ট করতে নারাজ চেন্নাই সুপার কিংস। আগামী সপ্তাহেই দুবাই যাওয়ার পরিকল্পনা ধোনি ব্রিগেডের।
উল্লেখ্য, করোনা আবহে মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএলের ম্যাচগুলি। সেকারণে ভারত থেকে দুবাইতে সরিয়ে আনা হয় আইপিএলের বাকি ম্যাচ সহ ফাইনাল ম্যাচও। আগামী বছরও দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। সে কারণে এবারও বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবার জন্য দুবাইকেই নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর বোর্ডের নির্দেশিকা আসার পর থেকেই দুবাইতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই সময় নষ্ট না করে চেন্নাই সুপার কিংস আগেভাগে পৌঁছে যেতে চায় দুবাইতে। সেই নির্দেশিকা অনুযায়ী চলতি মাসের ১৫ ই আগস্ট এর মধ্যে দুবাই পৌঁছে যাওয়ার পরিকল্পনা ধোনিদের। তবে প্রশ্ন থেকে যাচ্ছে আইপিএলে কি সমস্ত বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে? কেননা আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ কে মাথায় রেখেই অনেকেই বাকি ম্যাচগুলো খেলা কমিয়ে এনেছে। সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করে নেওয়ার মঞ্চ হিসেবে ধরা যেতে পারে আইপিএলকে। সে কারণেই ফ্র্যাঞ্চাইজিদের আশা সমস্ত ক্রিকেটারকেই পাওয়া যাবে এই লিগে। গতমাসে আইপিএলের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। খেলা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস, দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস এবং তৃতীয় স্থানে আরসিবি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ই অক্টোবর।
আরও খবর পড়ুন : গ্রেফতার ভুয়ো আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান